গীতি নক্শা
ক্রুশীয় মৃত্যুর যন্ত্রনা

ঈশ্বর তার সমস্ত অন্তকরণ দিয়ে রচনা করলেন পৃথিবী ।
গাছপালা, পশুপাখি ও প্রকৃতির সৌন্দর্যের অনাবিল প্রশান্তি হাওয়ার মৃদুমন্দ বাতাসের কম্পনে।প্রকৃতির সেকি লীলা। ঈশ্বর প্রকৃতি এর লীলা খেলায় মুগ্ধ হয়ে বললেন :

# বা কি সুন্দর!
কিন্তু ,  কে এই অপূর্ব সৌন্দর্যকে উপভোগ করবে ?
 তিনি তার মনের মাধুরী মিশিয়ে সৃষ্টি করলেন জগতের প্রথম মানুষ আদমকে।আদম প্রকৃতির এই লীলা মঞ্চে আত্নহারা হয়ে এদেন বাগানে ছোটা ছুটি করতে লাগলেন। ঈশ্বর দেখলেন আদমের ​ ছোটা ছুটিতে তেমন প্রান চাঞ্চল্য নেই । তাই তিনি সৃষ্টি করলেন হবাকে যেন আদমকে সে সঙ্গ দেয় । এবার তাদের হাস্য কলোস্হ্বাসে তিনি মুগ্ধ হলেন।

কিন্তু এই এদেন বাগানের সুখ মানুষের কপালে সইল না।শয়তান প্রলোভন দেখিয়ে নারীর মন জয় করে নিলো।নারীর কথায় নরও পড়লো পাপে। ঈশ্বর ডাকলেন আদম কে : 

# আদম,আদম তুমি কোথায় ?
আদম উওরে বলল -
#এই যে আমি এখানে লুকিয়ে আছি।
 ঈশ্বর বললেন -
#কেন তুমি লুকিয়ে আছ ?
আদম বলল
# তুমি আমার সঙ্গিনী করিয়া যে স্ত্রী  দিয়েছে সে আমাকে ওই বৃক্ষের ফল খাইয়েছে।
তখন ঈশ্বর  নারীকে বললেন-
#তুমি একি করলে?
নারী বলল-
#সর্প আমাকে ভুলিয়েছে আর তাই আমিও খাইয়াছি ।এই রূপে আদম হবা ঈশ্বরের কথা অমান্য করে পাপ করিল। তাই ঈশ্বর  শাস্তি স্বরূপ তাদের পৃথিবীতে পাঠিয়ে দিলেন।

মানুষ পৃথিবীতে আসার থেকে বিভিন্ন ভাবে পাপ করে ঈশ্বরকে ভুলে বিপথে যায়। তবু তিনি মানুষকে ভালোবেসে বিভিন্ন সময়ে বিভিন্ন ভাববাদীদের পৃথিবীতে পাঠান যেন মানুষ তাদের কথা শুনে পাপ থেকে মন ফেরায়।শেষে তিনি তাঁর এক মাত্র স্নেহের পুত্রকেও পাঠান যেন মানুষ তাঁর কথা শুনে অনুতপ্ত হয় এবং পাপ থেকে মন ফেরায়।কিন্তু লোকেরা তাঁর কথাও শুনল না।শেষে কি না সেই ত্রানকর্তা মুক্তিদাতা যীশু খ্রীষ্টকেও তারা ক্রুশে লজ্জাজনক মৃত্যুদন্ডে দন্ডিত করল।

গান


 আদম হবা  পাপ করিল, মানুষের প তন হইল......

পুত্রকে পাঠালেন

জগতে যীশুর কাজ প্রায় শেষ হয়ে গেলে পর নিস্তার পর্বের পূর্বে বৃহস্পতিবারে তিনি তার প্রেরিত শিষ্যদের নিয়ে শেষ ভোজে বসেন। তিনি বুঝতে পারেন পিতার ইচ্ছানুসারে জগতে তাঁর আগমনের পূর্নতা ঘটানোর জন্য তাকে ক্রুশের অপমানজনক মৃত্যু বরণ করতে হবে। আর তাই তিনি তাঁর প্রানপ্রিয় শিষ্যদের নিয়ে বসলেন এক স্মরণীয় ঘটনা সৃষ্টি করতে। তিনি রুটি ও দ্রাক্ষারসকে তাঁর শরীর ও রক্তে পরিনত করে শিষ্যদের হাতে দিলেন খেতে।যেন পরবর্তীতে তারা যতবার এই রুটি ও দ্রাক্ষারসের অনুষ্ঠান করবে ততবার তারা , তার কথা  স্মরণ করে।তিনি গুরু হয়ে শিষ্যদের পা ধুইয়ে নম্রতার আদর্শ দেখিয়ে গেলেন ।তিনি জানতেন তারই প্রানপ্রিয় বন্ধু কিছু ক্ষন পরেই হবে চরম শত্রু । তারপরেও তিনি ক্ষমার আদর্শ দেখিয়ে এক নতুন আদেশ দিয়ে গেলেন শত্রুকেও ভালো বাসতে হবে।প্রিয় ভাই বোনেরা আমরা খ্রীষ্টের অনুসারী । সভা কিংবা মঞ্চে আমরা অনেক বড় বড় কথা বলি কিন্তু খ্রীষ্টের অনুসারনকারী হিসেবে কি শত্রুকে ক্ষমা করতে পারি? যে ক্ষমার আদর্শ প্রভু নিজে দেখিয়ে গেছেন।

গান

ঈশ্বর মানুষকে ভালবেসে

ক্ষমা

শেষ ভোজের পর যীশু একটু নির্জনে গেলেন একাকী প্রার্থনা করতে। প্রার্থনায় তিনি মানুষের পাপ স্মরণ করতে করতে ঘেমে উঠলেন। তার ঘাম রক্তের আকারে ফোঁটায় ফোঁটায় ঝড়তে লাগল। হে খ্রিস্টান স্মরণ করে দেখো সেই দিনের প্রভুর ঝড়া রক্ত কি আমার পাপের জন্যই ঝরে নি ? আমরাই কি তাঁকে ক্রুশে হত্যা করার জন্য চেষ্টা করিনি ? কখন পৃথিবীর একদিকে বলছে  ত্রানকর্তা প্রভু যীশুকে মৃত্যু দন্ডে দন্ডিত করার পরিকল্পনা আর অন্যদিকে প্রেমিক যীশু নির্জন বনে একাকী মানুষের পাপ স্মরণ করে দুঃখ ভারাক্রান্ত হয়ে পিতাকে অনুরোধ করে বলেছেন : 

# পিতা আমার কাছ থেকে এই দুঃখের পানপাত্র দূর করে দাও কিন্তু আমার ইচ্ছে নয় বরৎ তোমার ইচ্ছেই পূর্ণ হোক।

গান

নতুন আদেশ দিলাম আমি

গেৎশিমানী বনে

পিতর , যোহন ও যাকোব একটু দূরেই বসে ঘুমাচ্ছিল। যীশু তাদের ডেকে তুলে বললেন- 
# একি এখনো তোমরা ঘুমোচ্ছ? দেখ, মনুষ্য পুত্রকে ধরিয়ে দেবার সময় হয়ে এল।  
যীশুর কথা শেষ হওয়ার সাথে সাথেই যেছিল একদিন প্রাণের বন্ধু আজ সে বিশ্বাসঘাতক যুদা সৈন্যসামন্ত নিয়ে সেখানে এসে উপস্থিত হয়। ধীর গতিতে সে যীশুর কাছে এসে উপস্থিত হয়। ধীর গতিতে সে যীশুর কাছে এগিয় যায় এবং বলে -
# রাব্বি নমস্কার । 
বলে,যীশুকে এক দৃঢ় চুম্বন করে ।প্রিয় ভাই বোনেরা আমরাও কি আমাদের নিত্যদিনের কাজ,কথায় ও আচরনে বিশ্বাস ঘাতক যুদাদের মত যীশুর সাথে বিশ্বাস যাতকতা করি না? যে দিন যীশুকে সৈন্যরা গেৎশিমানী বাগান থেকে চোরের মত ধরে নিয়ে যায়।ওই দিন ছিল বৃহস্পতিবার । আজও আমরা অন্তত্য লজ্জা সহকারে এই দিনটিকে স্মরণ করি এবং আমাদের পাপের কথা স্মরণ করে অনুতপ করি।   

গান

গেৎসিমানী ঘোর বনানী

১২ টার পরে

সৈন্যরা রাতের ঘনগম্ভীর অন্ধকারে চোরের মত যীশুকে গ্রেপ্তার করে নিয়ে যায় দেশাধক্ষ্য পিলাতের কাছে। পিলাত বুঝতে পারে যীশু নির্দোষ ও ঈশ্বর প্রেতির মোশীহ।তাই তিনি কৌশলে যীশুকে সৈন্যদের এই ষরযত্ন্রের হাত থেকে রক্ষা করতে চাইলেন এবং এগুতে লাগলেন। 

গান

পাপী কোথায় যাও

কালভেরীতে

কালভেরীতে পৌঁছালে  সৈন্যরা যীশুকে ক্রুশের উপর শুইয়ে তাঁর দুই হাত ও পা পেরেক দ্বারা বিদ্ব করিল । কি অসহ্য যত্ন্রনায় যীশু আর্তনাদ করে উঠলেন। যীশুর আর্তনাদে পাষান হৃদয়ের মানুষগুলির একটু সহানুভূতি জাগলো না মনে। লোভী , নির্দয় সৈন্যগুলি শেষ পর্যন্ত যীশুর কাপড় গুলো পর্যন্ত ভাগ করে নিল নিজেদের মধ্যে । পাষন্ডের মত বর্শার ফলক দিয়ে আঘাত করতে করতে তীব্র আপমান করতে লাগলো। হে পাপী দেখ তোমার প্রভু তোমার পাপের জন্য কত কষ্ট সহ্য করিলেন । অথচ কেউ আমার সমালোচনা করলে সাথে সাথে এক হাত দেখে নিতে চাই। যীশুর ক্রুশের উপরে এই যত্ন্রনা দেখে তোমার কি একটুও কষ্ট হয় না? যিনি মানুষকে ভালবেসে মানুষের পাপের জন্য জীবন দিলেন সেই মুক্তিদাতা যীশু ত্রুশের উপরে এক ফোঁটা পানি চেয়েও পেলেন না। প্রভু তোমার এই যন্ত্রনা দেখে আজ আমারও ভীষণ কষ্ট হচ্ছে।

গান

ক্রশ বয়ে ত্রাণপতি

আমি আর সইতে পারি না।

কাল ভেরীর ওই শোনীত ধারায় লেখা আছে তোমার নাম। যীশু ক্রুশের পরে অসহ্য  লাঞ্জনা ও যন্ত্রনা সহ্য করিয়া শেষে প্রনত্যাগ করিলেন। তখন পৃথিবী অন্ধকারময় হইল, ভূমি কাঁপিল এবং আরো অদ্ভুদ ঘটোনা ঘটলো। আমাদের পাপের কারণে যীশুর রক্ত ঝরেছিলো কালভেরির ওই ক্রুশের পরে। তিনি কালভেরির ওই ক্রশের উপরে থেকে আমাদের ডেকে বললেন এসো চলে ক্রুশ তলে যীশু বলে আমি তোমার।

গান

আমি আর সইতে পারি না।

ক্রশের উপরে দু-হাত

কিন্তু অবুঝ মানুষ বুঝলনা।কতবড় পাপ তারা করতে যাচ্ছে। তারা পিলাতের প্রতি উওরে বলল -
# ক্রুশে দাও তাকে ক্রুশে দাও।
হায়রে অবুঝ মানুষ তারা কি একবারও ভেবেছিলো নিজেদের ঘৃন্যতম স্বার্থের খাতিরে কতবড় অপরাধ করতে যাচ্ছে। অবশেষে পিলাত তার মর্যাদা রক্ষার জন্য যীশুকে সৈন্যদের  হাতে ছেড়ে দেন। আমরা কি অনেক সময় নিজেদের সন্মানের কারণে যীশুকে অস্বাীকার করিনা। সৈন্যরা যীশুকে বাইরে নিয়ে গিয়ে মাথায় পরিয়ে দিলেন কাঁটার মুকুট এবং চাবুকের দ্বারা  বার বার আঘাত করতে থাকে  । আর মানব প্রেমী যীশু নীরবে সবই সহ্য করতে লাগলেন। আমাদের পাপ তিনি নিজের কাঁধে তুলে নিলেন। 

গান

ক্রুশের উপরে হাত বাড়িয়ে

পাপী কোথায় যাও

পরদিন সৈন্যরা যীশুর কাঁধে এক ভারী ক্রুশ চাপিয়ে চাবুকের আঘাত দিতে দিতে কালভেরির দিকে নিয়ে চলল। যীশু নিষ্ঠুর সৈন্যদের অত্যচারে অত্যন্ত ক্লান্ত হইয়া পড়লেন এবং পাথর কনায় বার বার লুটিয়ে পড়তে লাগলেন।সারা শরীরে তাঁর রক্তের অবরন।পথিমধ্যে তিনি চোখ তুলে তাঁর মাকে দেখতে পেলেন। চারটি চোথের এই করুন চাহনি কে বুঝতে পারে। মারীয়া মা হয়েও পুত্রের এই করুন দুর্দশা স্বচক্ষে দেখতে পেয়েও চুপ করে দাঁড়িয়ে রইরেন। যীশু আবার মাটি থেকে উঠে ক্রশ স্কন্ধে নিয়ে ধীরে ধীরে কালভেরীর দিকে ক্রুশ নিয়ে অকথ্য যন্ত্রনা ও আপমান সহ্য করিয়া আমার পাপের কারণে মৃত্যুবরণ করলেন । মৃত্যুর পূর্বে তিনি জোরে চিৎকার করে বলে উঠছিলেন-  
# এলি, এলি, লীমা সাবা তানি।

গান

ক্রুশের চিহ্নে আমি

পিতা আমার,কেন আমায় পরিত্যাগ করছ ?

অর্থাৎ পিতা আমার,কেন আমায় পরিত্যাগ করছ। এই বলে তিনি প্রান ত্যাগ করলেন । হে নিষ্ঠূর পাপী, যীশুর এই নির্দোষ রক্তপাতের জন্য আমি কত ভাবেই না দায়ী। হে প্রভু আমায় শিক্ষা দাও যেন চরম অপমান ও যন্ত্রনা পাওয়ার পরেও তোমার মত শত্রুকে ক্ষমা করতে পারি এবং তোমার দেখানো অদর্শ দ্বারা ভালোবাসতে পারি। 
যাদের শত্রু ভেবে, অবহেলিত, ছোট অথবা নিচু মনে করে ঘৃণায় মুখ ফিরিয়ে নেই। আজ থেকে যেন তাদের মাঝেই তোমাকে খুঁজে পেতে পারি এবং তোমার ক্রুশীয় মৃত্যুর যন্ত্রনা যেন একটু   হৃদয়ে উপলব্ধী করতে পারি।আমার অহৎকার, লোভ, গর্ভ ও স্বার্থপরতা যেন ত্যাগ করে তোমার ক্রুশীয় যন্ত্রনায় একটু যন্ত্রনা সহ্য করতে পারি। মেরি মেগ্দেলীন পাপী হয়েও যখন মন পরিবর্তন করে সর্বান্তকরনে তোমাকে ভালোবেসেছিলেন আর তখন তুমিও তাকে ক্ষমা দান করে স্বর্গীয় মহিমায় মহিমান্বিত করেছিলেন।তেমনি প্রভু আজ আমি আমার পাপের জন্য অপুতপ্ত হয়ে আমার হৃদয় তোমার সামনে খুলে ধরলাম।আমার এ অনুতপ্ত হৃদয়ের সমস্ত কুলসতা দূর করে তোমায় ভালোবাসায় আমাকে জাগ্রত কর। এই প্রার্থনা করি ক্রুশবিদ্ধ ত্রানকর্তা প্রুভু যীশু খ্রীষ্টের নামে।
আমানে.........।।

গান

কালভেরী পরে ক্রুশের উপরে